আমুদরিয়া নিউজ: নিজের ভোট দেওয়ার বয়স না হলেও বিহার নির্বাচনে বিরাট দায়িত্ব পেলেন কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী। বৈভবকে ‘ভবিষ্যতের ভোটার আইকন’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচন কমিশন তরুণদের কাছে ভোটদানের গুরুত্ব তুলে ধরা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য বিশিষ্ট ব্যক্তিত্বদের আইকন হিসেবে ব্যবহার করে। সেখানে এবার বৈভব সূর্যবংশীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ও প্রেস ইনফরমেশন ব্যুরো একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বৈভব বিহারের মানুষদের ভোট দেওয়ার অধিকার ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। বিহারের বিধানসভা নির্বাচন দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ৬ নভেম্বর এবং দ্বিতীয় ধাপ ১১ নভেম্বর।