আমুদরিয়া নিউজ: মার্কিন মুলুকে কাজ করার জন্য ওয়ার্ক পারমিট সংক্রান্ত তথ্যের স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ হবে না! মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দফতর ঘোষণা করেছে, ৩০ অক্টোবর ২০২৫-এর পর থেকে আর স্বয়ংক্রিয়ভাবে নবীকরণ হবে না অভিবাসী কর্মীদের এমপ্লয়মেন্ট অথোরাইজেশন ডকুমেন্ট। মার্কিন প্রশাসনের পরামর্শ, ‘ওয়ার্ক পারমিট’-এর মেয়াদ শেষ হওয়ার অন্তত ১৮০ দিন আগে পুনর্নবীকরণের জন্য আবেদন করতে হবে। প্রশাসন যাতে সংশ্লিষ্ট ওই অভিবাসী কর্মীর যাবতীয় তথ্য যাচাই করতে পারে, তার জন্য সময় দেওয়ার প্রয়োজন। জনগণের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে। জো বাইডেন সরকার আমেরিকায় কর্মরত অভিবাসীদের জন্য স্বয়ংক্রিয় ভাবে ইএডি পুনর্নবীকরণের সুবিধা এনেছিল। সেই সময় জানানো হয়েছিল, ‘ওয়ার্ক পারমিট’-এর মেয়াদ শেষ হওয়ার পরেও অভিবাসীরা আমেরিকায় কাজ করতে পারবেন, যদি তাঁরা সময়মতো নথি পুনর্নবীকরণের জন্য আবেদন করে থাকেন। তবে এ বার থেকে বাইডেন সরকারের সেই নিয়মে পরিবর্তন আনল ট্রাম্প প্রশাসন।
 
			 
					 
		 
		 
		 
		