আমুদরিয়া নিউজ: সদ্যই নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন ইলন মাস্ক। মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বলে বিঁধলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ‘আমেরিকা পার্টি’ নামে নতুন দলের নাম ঘোষণা করেন টেসলা কর্তা এলন মাস্ক। নতুন দলের নাম ঘোষণা করেই ট্রাম্পকে কটাক্ষ করে তিনি বলেন, “আমেরিকায় একদলীয় ব্যবস্থা চলছে।” সেটা নির্মূল করতেই তিনি নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেছেন। এদিকে মাস্কের রাজনৈতিক দল ঘোষণা করাকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করে দ্বিদলীয় ব্যবস্থায় তৃতীয় দল এলে কী হতে পারে সেই বিষয়টিও বুঝিয়েছেন ট্রাম্প। বলেন, ‘‘আমার মনে হয় তৃতীয় দল গঠন করা হাস্যকর। এখানে শাসনব্যবস্থা দ্বিদলীয়। বরাবরই তা-ই ছিল। এর মধ্যে তৃতীয় দল শুধুই বিভ্রান্তি তৈরি করে। কখনওই কোনও তৃতীয় দল সফল হয় না এখানে। সুতরাং, ও (মাস্ক) এটা উপভোগ করুক, কিন্তু আমার মনে হয় এটা হাস্যকর।’’ ট্রাম্পকে পালটা দিতে ছাড়েননি মাস্কও। এক্স হ্যান্ডেল তিনি লিখেছেন, ‘ভয় সবসময় মনকে ধ্বংস করে। ভয় হলো ছোটো মৃত্যু। যা পুরোপুরি বিলুপ্ত করে দেয়।’
