আমুদরিয়া নিউজ: ফের ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে মধ্যস্থতা করার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি আবার মনে করিয়ে দেন, তাঁর মধ্যস্থতার ফলেই ভারত ও পাকিস্তানের মধ্যে ‘শান্তি প্রতিষ্ঠা’ হয়েছে। শুধু তা-ই নয়, ট্রাম্পের দাবি, ভারত-পাক সংঘর্ষের সময় তিনি ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার সময় উচ্চহারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেওয়া হয়। ট্রাম্পের কথায়, ‘‘মোদীর সঙ্গে ফোনে কথা বলেছিলাম। জিজ্ঞাসা করেছিলাম, ভারত আর পাকিস্তানের মধ্যে কী হচ্ছে? এত বিদ্বেষ কিসের? অনেক দিন ধরেই অস্থিরতা চলছে।’’ ট্রাম্পের দাবি, দু’দেশকেই বাণিজ্যচুক্তি বাতিল এবং শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘‘আমি বলেছিলাম, আপনারা (ভারত-পাকিস্তান) পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়বেন। আমি আপনাদের সঙ্গে কোনও বাণিজ্যচুক্তি করতে চাই না। আপনাদের উপর এত বেশি শুল্ক আরোপ করব যে কল্পনা করতে পারবেন না।’’ ট্রাম্পের দাবি, মোদীর সঙ্গে কথোপকথনের পাঁচ ঘণ্টার মধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি হয়। গত মে মাসে পহেলগাঁও জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তানের মধ্যে যে সংঘাত বেঁধেছিল, তা থামানোর জন্য কৃতিত্ব দাবি বারেবারে করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভারত ট্রাম্পের এই দাবি খারিজ করেছে বারবার।
