আমুদরিয়া নিউজ : আমেরিকা যুক্তরাষ্ট্র রাষ্ট্রসংঘে জানিয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও “কার্টেল দে লস সোলেস” নামে ড্রাগ কার্টেলের অর্থনৈতিক উৎসগুলো শেষ করতে তারা কঠোর নিষেধাজ্ঞা প্রয়োগ করবে। মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, এই নেটওয়ার্ক এই অঞ্চল তথা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম বড় নিরাপত্তা হুমকি। মার্কিন বাহিনী ইতিমধ্যেই তেল ট্যাঙ্কার আটক ও নৌ অবরোধ চালিয়েছে, এবং কোকেইন পরিবহনের উদ্যোগকে লক্ষ্য করে পদক্ষেপ বাড়িয়েছে। রাশিয়া ও চীন আমেরিকার এই অবস্থানকে কঠিন বলে প্রতিক্রিয়া জানিয়ে, উত্তেজনা কমানোর আহ্বান করেছে।