আমুদরিয়া নিউজ: সোমবার প্রয়াত হলেন বিখ্যাত মার্কিন দাবাড়ু ড্যানিয়েল নারোদিতস্কি। বয়স হয়েছিল মাত্র ২৯ বছর। সোমবার আচমকাই তাঁর পরিবারের তরফে জানানো হয়, ড্যানিয়েলের মৃত্যু হয়েছে। কীভাবে তরুণ দাবাড়ুর মৃত্যু হল, সেই নিয়ে অবশ্য পরিবার কিছু জানায়নি। চলতি বছরেই আমেরিকার জাতীয় ব্লিৎজ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ড্যানিয়েল। মৃত্যুর সময়ে বিশ্বর্যাঙ্কিংয়ে ১৮তম স্থানে ছিলেন তিনি। ড্যানিয়েলের মৃত্যুর খবরে শোকস্তব্ধ দাবার দুনিয়া। বিশ্বনাথন আনন্দ, রমেশবাবু প্রজ্ঞানন্দ থেকে শুরু করে অনেকেই শোকপ্রকাশ করেছেন।