আমুদরিয়া নিউজ : কিছুদিন আগেই সিরিয়ায় আমেরিকার কয়েকজন সেনা আইএসের হামলায় নিহত হয়েছে বলে অভিযোগ। তার বদলা নিতেই সিরিয়ায় ঘাঁটি গেড়ে থাকা ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সিরিয়ার সঙ্গে যৌথ অভিযান শুরু করেছে আমেরিকার সেনা। আমেরিকার সংবাদ সংস্থা জানিয়েছে, ‘অপারেশন হকআই’ নামে অভিযান শুরু হয়েছে।