আমুদরিয়া নিউজ : হোয়াইট হাউসের সামনে আমেরিকার ন্যাশনাল গার্ডের ওপর হামলার পরে ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে অভিবাসন সাময়িক বন্ধ করে দেন। মঙ্গলবার আমেরিকা এক নির্দেশিকায় জানিয়ে দিয়েছে, আপাতত ১৯টি দেশ থেকে কোনও অভিবাসন হবে না।
যে দেশগুলোর নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো হল, আফগানিস্তান, মায়াম্মার, চাদ, কঙ্গো রিপাবলিক, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। কিছু বিশেষ ক্ষেত্রে অভিবাসন মিলবে। তা ছাড়া প্রায় ওই দেশগুলো থেকে আমেরিকায় ঢোকা যাবে না। ওই তালিকায় রয়েছে, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।