আমুদরিয়া নিউজ: সম্প্রতি এইচ ১বি ভিসার ‘দাম’ বাবদ ১ লক্ষ মার্কিন ডলার ধার্য করে মার্কিন প্রশাসন। সোমবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে ইতিমধ্যেই যারা স্টুডেন্ট বা কর্মরত হিসাবে বৈধ ভিসা নিয়ে আমেরিকায় রয়েছেন, তাঁদের এইচ ১বি ভিসার এই বিপুল ফি দিতে হবে না। মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, বর্তমানে এফ ১ বা এল ১ ভিসাধারীরা যদি এইচ ১বি ভিসার আবেদন করেন বা আমেরিকায় থাকার মেয়াদ বাড়াতে চান, তাহলে কোনও ফি দিতে হবে না। যাঁদের এইচ ১ বি ভিসা রয়েছে, সেটা রিনিউ করতেও লাগবে না বাড়তি ফি। ২১ সেপ্টেম্বরের আগে যাঁরা এইচ ১বি ভিসার আবেদন করে ফেলেছেন, তাঁদেরও এই ফি দিতে হবে না। আমেরিকায় বর্তমানে ৩ লাখের কিছু বেশি ভারতীয়ের এইচ-ওয়ান বি ভিসা আছে। এই খবরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের জন্য বড় স্বস্তি বলাই যায়।