আমুদরিয়া নিউজ: অবশেষে শুল্কযুদ্ধে রাশ টানল আমেরিকা ও চিন। ৯০ দিনের জন্য শুল্ক কমাতে রাজি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। জানানো হয়েছে, ৯০ দিনের জন্য আমেরিকা চিনের পণ্যের উপর ১৪৫ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ শুল্ক চাপাবে। চিনও আমেরিকার পণ্যের উপর ১২৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ শুল্ক নেবে। চলতি বছরের শুরুর দিকেই চিনা পণ্যের উপর ২০ শতাংশ শুল্ক চাপিয়েছিল আমেরিকা।
পরে অন্য দেশগুলির উপর শুল্ক চাপানোর সময় চিনা পণ্যের উপরে আরও ৩৪ শতাংশ শুল্ক চাপান ট্রাম্প। চিন পাল্টা শুল্ক চাপালে ট্রাম্প আরও ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করেন। চিনও ফের মার্কিন পণ্যের উপর শুল্ক চাপায়। এই ভাবেই চলে দফায় দফায় একে অন্যের পণ্যের উপর শুল্ক চাপানো। শেষে আমেরিকার বাজারে চিনা পণ্যের উপর ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর হয়। চিনা বাজারে মার্কিন পণ্যের উপর ১২৫ শতাংশ শুল্ক কার্যকর করে। চিন ও আমেরিকার এই শুল্কযুদ্ধের প্রভাবে উত্তাল হয়ে উঠেছিল বিশ্ব অর্থনীতি। বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা তৈরি করেছিল। তবে পরবর্তীতে পরিস্থিতি বুঝে গত শনিবার জেনেভায় বৈঠকে বসে দুই পক্ষ। জেনেভায় সেই বৈঠকের পরেই দু’দেশের শুল্কযুদ্ধে সাময়িক বিরতির সিদ্ধান্ত হয়।