আমুদরিয়া নিউজ: কান-এর মঞ্চে পা রাখার পর থেকেই অভিনেত্রী উর্বশী রাউতেলাকে ঘিরে তুমুল চর্চা। উৎসবের প্রথম দিন তোতা পাখির মতো রংবেরঙের পোশাক পরেছিলেন। হাতেও ধরেছিলেন তোতা পাখি। দেখে চক্ষু চড়কগাছ সকলের। শুরু চর্চা। কানের মঞ্চে দ্বিতীয় উপস্থিতিতেও ফের পোশাকের কারণে চর্চায় উর্বশী। রবিবারও কানের রেড কার্পেটে উর্বশী হাজির হয়েছিলেন। তাঁর পরনে ছিল পোশাক পরিকল্পক নাজা সাদের ডিজাইন করা কালো রংয়ের একটি গাউন। কিন্তু তাঁর পোশাকে বাম হাতের বাহুর নীচের একটি ছোট অংশ ছেঁড়া ছিল। আর তা নজরে আসতেই বিপত্তি ঘটে। উর্বশী বিষয়টি সামলানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। ঝড়ে গতিতে ভাইরাল হয়েছে অভিনেত্রীর ছবি, ভিডিও। কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘কানে ছেঁড়া পোশাক পরা প্রথম ভারতীয়?’ কেউ লিখেছেন, “প্রচারের লোভে শেষে ছেঁড়া পোশাকে কান মঞ্চে উপস্থিত হতেও বিন্দুমাত্র দ্বিধা বোধ করলেন না অভিনেত্রী!”
