আমুদরিয়া নিউজ: সদ্যই পেয়েছিলেন পুলিশ কনস্টেবলের চাকরি। কিন্তু নিয়োগপত্র পাওয়ার কয়েক দিনের মাথায় ইস্তফা দিতে চেয়ে উপরমহলে চিঠি লিখেছেন তিনি। চাকরি ছাড়ার কারণ হিসেবে চিঠিতে যুবক সাফ জানিয়েছেন, সকাল ৮টায় ঘুম থেকে ওঠার অভ্যাস তাঁর। প্রশিক্ষণের জন্য রোজ ভোর ৪টেয় ঘুম থেকে ওঠা তাঁর পক্ষে সম্ভব নয়! ছেলের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বাবাও। ওই যুবকের বাবাও ছেলের কথায় সায় দিয়ে জানান, তাঁর ছেলের বিএড ডিগ্রি রয়েছে। পুলিশের বদলে শিক্ষকতার চাকরি করতে চান তিনি। যদিও শেষমেশ সিদ্ধান্ত বদলেছেন যুবক। ইস্তফাপত্রটি জমা না দিয়েই ফিরে গিয়েছেন তিনি। প্রসঙ্গত, উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া এই মাসের শুরুতে শেষ হয়েছে। গত ১৫ জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে লখনউতে কনস্টেবলদের নিয়োগপত্র দিয়েছেন।
