আমুদরিয়া নিউজ: মে মাসের প্রথম দিনই সান্দাকফুতে তুষারপাত। বৃহস্পতিবার সকাল থেকেই সাদা চাদরে মুড়ে গিয়েছে সান্দাকফু। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬৩৬ মিটার উচু সান্দাকফুতে এই সময়ে তুষারপাতের ঘটনা বিরল। এই খবর মিলতেই উচ্ছ্বসিত পর্যটকরা। বৃহস্পতিবার সকাল থেকেই দার্জিলিঙের সান্দাকফু, সিকিমের ছাঙ্গু, নাথুলা-সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক তুষারপাত শুরু হয়েছে। তুষারপাতের জেরে দার্জিলিঙের পার্বত্য এলাকাতেও আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। সিকিমের আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিন-চার দিন এই ধরনের তুষারপাত চলবে। পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে।
