আমুদরিয়া নিউজ: প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী যদি টানা ৩০ দিন হেফাজতে থাকেন, তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে! বিরোধীদের তুমুল আপত্তির মধ্যেই লোকসভায় বিল পেশ হয়ে গেল বুধবার। এদিন লোকসভায় মোট তিনটি বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৩০তম সংবিধান সংশোধনী বিল, কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার (সংশোধনী) বিল, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল পেশ করেন তিনি। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিল হল ১৩০ তম সংবিধান সংশোধনী বিল, যেখানে বলা হয়েছে, গুরুতর ফৌজদারি অপরাধে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী যদি আটক বা গ্রেফতার হন এবং টানা ৩০ দিন জেলবন্দি থাকেন, তবে ৩১ তম দিনে তাঁর মন্ত্রিত্ব পদ যাবে। বিল পেশ হতেই বিরোধীরা হই-হট্টগোল শুরু করেন। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-র দিকে বিলের কাগজও ছোড়ে বিরোধীরা। শেষপর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা। বিরোধীরা বলেন এই বিল সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। যদিও বিরোধীদের অভিযোগ অস্বীকার করেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে।
