আমুদরিয়া নিউজ : আজ, সোমবার উত্তরাখণ্ডে কার্যকর হবে ইউনিফর্ম সিভিল কোড অথবা অভিন্ন দেওয়ানি বিধি। স্বাধীন ভারতে কোনও রাজ্যে এই বিধি প্রথম কার্যকর হবে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, আইন বাস্তবায়নের জন্য অনুমোদন পাওয়া গিয়েছে। সংশ্লিষ্ট অফিসার-কর্মীদের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে। আইন বাস্তবায়নের যাবতীয় প্রস্তুতি সরকার নিয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি আইন বিয়ে এবং ডিভোর্স, উত্তরাধিকার, লিভ-ইন সম্পর্ক এবং সেই বিষয়ক যাবতীয় কিছু নিয়ন্ত্রণ করবে।
এই আইনে পুরুষ ও মহিলাদের জন্য সমান বিবাহযোগ্য বয়স, বিবাহ বিচ্ছেদের ভিত্তি এবং সমস্ত ধর্মের পদ্ধতি নির্ধারণ করবে এবং বহুবিবাহ ও হালালা নিষিদ্ধ করবে। নতুন আইনে সমস্ত বিবাহ এবং লিভ-ইন সম্পর্কের রেজিস্ট্রি বাধ্যতামূলক হবে। নতুন আইনে ধর্ম নির্বিশেষে প্রত্যের নারীর অধিকার পুরুষের সমান হবে। এবার থেকে ধর্মীয় বিধানের জোরে নারীর অধিকার খর্ব করা যাবে না। এ ছাড়া লিভ-ইন সম্পর্কে থাকার সময়ে সম্তান হলে, সেই সন্তান বাবা ও মায়ের উত্তরাধিকার লাভ করবে। নতুন আইনে রয়েছে, নারী ও পুরুষ একাধিক বিয়ে এবং একাধিক সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক চালিয়ে যেতে পারবে না। তবে এই অভিন্ন দেওয়ানি বিধি আদিবাসীদের ক্ষেত্রে বলবৎ হবে না। জন্ম, বিয়ে, উত্তরাধিকার, নারীর অধিকারের মতো ক্ষেত্রে আদিবাসী সমাজের নিজস্ব বিধান চালু রয়েছে।