আমুদরিয়া নিউজ : ঘরে ঢুকে দেখেন তাঁর বউ আর তাঁর মায়ের মধ্যে কথা বলাবলি হচ্ছে। বউ বলছে, তোর সাহস কী করে হয় আমার আর আমার বরের মাঝখানে কথা বলার ? তুই কী ভেবেছিস কথা বলে তুই আমার আর বরের মধ্যে ঝগড়া লাগিয়ে দিবি ? এতটুকু শুনেই বর এসে ঠাস করে বউয়ের গালে চড় মারেন। বলেন, তোমার সাহস কীভাবে হয় আমার মায়ের সাথে এমনভাবে কথা বলার ? সঙ্গে সঙ্গে তাঁর মা তাঁর ছেলেকে চড় মারেন। বলেন, তোর সাহস কী করে হয় ওর গায়ে হাত তোলার ? তাঁর মাকে ছেলের জিজ্ঞাস্য, তোমাকে ও এমন অসভ্যের মতো কথা শোনাচ্ছে আর তুমি শুনছো ? মা বললেন, না রে। পাশের বাড়িতে বউ আর শ্বাশুড়ির ঝগড়া লেগেছিল। সেটাই তোর বউ আমাকে অ্যাকটিং করে দেখাচ্ছে।
