আমুদরিয়া নিউজ : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ায় দুঃখপ্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘ। রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার দফতরের মুখপাত্র রাভিনা শামদাসানি এক প্রতিক্রিয়ায় জানান, তাঁরা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধী অবস্থান তুলে ধরেছেন।
এদিকে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যা সহ নানা অপরাধের জন্য মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সে দেশের আন্তর্জাতিক অপরাধ আদালতে। ওই রায়কে ভীষণ উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা সাংসদ শশী থারুর। সোমবার তিনি এই মন্তব্য করেন। গত বছর দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন।
Leave a Comment