আমুদরিয়া ডেস্ক: পহেলগাঁও আবহে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বললেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। কী কথা হয়েছে তা নিয়ে রাষ্ট্রপুঞ্জ কোনও বিবৃতি না দিলেও সোশাল মিডিয়ায় জয়শংকর এবং শাহবাজ দু’জনই আন্তোনিওর সঙ্গে কী কথা হয়েছে তা জানিয়েছেন।জয়শংকর তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আমাকে ফোন করেছিলেন। তিনি দ্ব্যর্থহীনভাবে নিন্দা করেছেন পহেলগাঁও হামলার। এর জন্য তাঁকে ধন্যবাদ জানাই। হামলার দোষী এবং পরিকল্পনাকারীদের কঠোর শাস্তি হবে।’
শাহবাজ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আন্তোনিওর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমি জানিয়েছি, পাকিস্তান সব সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ভারতের এই ভিত্তিহীন অভিযোগ আমরা কোনওভাবেই স্বীকার করছি না।’ একইসঙ্গে পহেলগাঁও কাণ্ড নিয়ে স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের কথা জানিয়েছেন শাহবাজ। শাহবাজ় জানিয়েছেন, পাকিস্তান শান্তির পক্ষে। কিন্তু সে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হলে তার জবাব দেওয়া হবে।