আমুদরিয়া নিউজ : ঘরে-বাইরে সাধারণ নির্বাচন করানোর জন্য চাপ বাড়ছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ওপরে। তাই মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, আমেরিকা ও ইউক্রেনের অন্য মিত্রদেশগুলো ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হলে তিনি তিন মাসের মধ্যে ভোট করাতে পারবেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলছে বলে নিরাপত্তা নিয়ে জেলেনস্কির অতি মাত্রায় উদ্বিগ্ন।