আমুদরিয়া নিউজ: অ্যানাকোন্ডা সাপের মতো মুম্বইকে পেঁচিয়ে ধরে গিলতে বসেছেন অমিত শাহ! ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ ছুঁড়লেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। উদ্ধবের এই মন্তব্যে তুঙ্গে বিতর্ক। সোমবার শিবসেনা মুখপত্র সামনায় প্রকাশিত প্রতিবেদন তুলে ধরেন উদ্ধব। সেখানে উল্লেখ আছে, কীভাবে দ্রুত গতিতে জমি দখল করে বিজেপি নতুন অফিস তৈরি করছে। সেই নিয়ে মন্তব্য করতে গিয়ে ঠাকরে বলেন, “যেভাবে অ্যানাকোন্ডা তার রাস্তায় আসা সমস্ত কিছু গিলে ফেলে, সেভাবেই মুম্বইকে গিলে ফেলতে চাইছে ওরা।” শুধু তাই নয়, এই বিজেপি নেতাদের আফগান হামলাকারী আহমেদ শাহ আবদালির সঙ্গে তুলনা করে তিনি বলেন, “আসল আবদালি আবার ফিরে এসেছে। এবার দিল্লি এবং গুজরাট থেকে। যদি তাঁরা আমাদের শহর দখলের চেষ্টা করে, তবে তাঁদের কবর তৈরি হবে আমাদের মাটিতেই।”