আমুদরিয়া নিউজ : শনিবার সকালে কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে শুরু হয় ভয়াবহ গুলির লড়াই। সেনাবাহিনীর অভিযানে নিকেশ হয়েছে দুই জঙ্গি। জানা গেছে, কেরান সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা সম্পর্কে আগেই নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পায় নিরাপত্তা বাহিনী। সেই সূত্রে শুক্রবার শুরু হয় যৌথ অভিযান ‘অপারেশন পিম্পল’। অভিযানের সময় সেনাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। পালটা গুলি চালিয়ে দুই অনুপ্রবেশকারীকে খতম করা হয়। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় আরও কেউ লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে চলছে তল্লাশি অভিযান। উল্লেখ্য, এর আগেও অক্টোবর মাসে একই অঞ্চলে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছিল ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর এভাবেই নিয়মিত জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।