আমুদরিয়া নিউজ: কালীগঞ্জে বোমাবাজিতে নাবালিকার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত সহ আরও দুই। ধৃতদের মধ্যে রয়েছেন গাওয়াল শেখ এবং তাঁর পুত্র বিমল শেখ। এই ঘটনায় এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। সোমবার, ২৩ তারিখ ছিল কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচনের ভোটগণনা। নির্বাচনের ফল প্রকাশের আগেই এলাকায় বিজয় মিছিল বের হয় তৃণমূলের পক্ষ থেকে। অভিযোগ, সেই মিছিল থেকেই বোমা ছোড়া হয়েছিল সিপিএম সমর্থকদের বাড়ির দিকে। বোমার আঘাতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রী তমন্না খাতুনের। তমন্নার মা সাবিনা বিবি গাওয়ালকেই মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছিলেন। দাবি করেছিলেন, গাওয়ালই বোমা ছোড়ার নির্দেশ দেন। তিনিই ‘মূল মাথা’। ঘটনার পরে যে এফআইআর দায়ের করা হয়েছিল, তাতে গাওয়াল এবং তাঁর ছেলের নাম ছিল। এরপর থেকেই গা ঢাকা দিয়েছিলেন তাঁরা। অবশেষে শুক্রবার রাতে কাটোয়ার একটি গ্রামে তাঁদের হদিস মেলে। গাওয়াল কালীগঞ্জে তৃণমূলের বুথ সভাপতির পদে আছেন।
