আমুদরিয়া ডেস্ক: সামনেই মোহনবাগানে নির্বাচন। তার আগেই আচমকা মোহনবাগান ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন স্বপন সাধন (টুটু) বোস। ক্লাব সচিব ও কার্যকরী সমিতির সদস্যদের পাঠানো চিঠিতে পদত্যাগের কথা জানান তিনি। টুটু তাঁর পদত্যাগ পত্রে পরিষ্কার লিখেছেন, ‘ক্লাবের নির্বাচন যেহেতু দোরগোড়ায়, তাই সদস্যদের উদ্দেশে আমারও কিছু বলার দরকার। কোন কমিটি আসবে, তাতে থাকবেন কারা, সেটা সদস্যেরা ঠিক করবেন। কিন্তু সভাপতির চেয়ারে বসে থেকে সেই কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। সভাপতির চেয়ার থেকে কোনও এক পক্ষের প্রচার করা উচিত নয়। চেয়ার কিংবা পদের অপব্যবহার কখনও কিছু আমি করিনি, এবারও করব না। তাই ঠিক করেছি, মোহনবাগান ক্লাবের সভাপতি পদ থেকে ইস্তফা দেব আমি।’
এদিকে নির্বাচনের দামামা বেজে গিয়েছে মোহনবাগানে। যদিও ভোটের দিন এখনও স্থির হয়নি। টুটু বোসের ছেলে সৃঞ্জয় বোস বাগান সচিব দেবাশিস দত্তের বিরুদ্ধে সম্মুখসমরে নামছেন। একাংশের ধারণা, আগামী দিনে পুত্র সৃঞ্জয়ের হয়ে প্রচার করতে দেখা যেতে পারে তাঁকে। দীর্ঘদিন ধরে এই শতাব্দী প্রাচীন ক্লাবের সঙ্গে যুক্ত স্বপন সাধন বসু অর্থাৎ টুটু বসু। মোহনবাগান ক্লাবের বহুদিনের সদস্য। তিনি এবং তাঁর পুত্র সৃঞ্জয় বসু বহু বছর ধরে মোহনবাগানকে একাধিক সাফল্য এনে দিয়েছেন।