আমুদরিয়া নিউজ: করাচির বন্দরে ভিড়ল তুরস্কের যুদ্ধ জাহাজ। রবিবার পাক নৌসেনার তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, দুই দেশের সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে তুরস্কের যুদ্ধজাহাজ টিসিজি বুয়ুকডা পাকিস্তানে পৌঁছেছে। সামরিক ক্ষেত্রে পাকিস্তানের অন্যতম বড় সাহায্যকারী দেশ তুরস্ক। আগেও পাকিস্তানকে আগোস্টা ৯০বি ক্লাস সাবমেরিনের আধুনিকরণ, ড্রোন-সহ অন্যান্য যুদ্ধাস্ত্র দিয়েছে তুরস্ক। প্রায়শই যৌথ মহড়ায় অংশ নেই দুই দেশের সেনা। এবার ভারতে যুদ্ধ পরিস্থিতির মাঝে তুরস্কের যুদ্ধজাহাজের করাচি আগমনে ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছে ওয়াকিবহাল মহল। তবে পাকিস্তান নৌবাহিনীর দাবি, তুর্কি যুদ্ধজাহাজটি পাকিস্তান নৌবাহিনীর সাথে বিভিন্ন সামরিক বিষয় নিয়ে আলোচনা করবে। এই সফরের লক্ষ্য হলো দুই নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধি।
