আমুদরিয়া নিউজ: আমেরিকার উপকূলেও আছড়ে পড়তে শুরু করল সুনামির ঢেউ। হাওয়াই দ্বীপপুঞ্জের পাশাপাশি ওয়াশিংটন, ওরেগন এবং ক্যালিফোর্নিয়ার উপকূলে ঢেউ দেখা গিয়েছে। জানা যাচ্ছে এখনও পর্যন্ত ক্যালিফর্নিয়ার অ্যারিনা কোভ উপকূলে সুনামির ঢেউয়ের উচ্চতা ছিল সবচেয়ে বেশি (১.৬ ফুট)। এ ছাড়া, ক্যালিফোর্নিয়ার ক্রেসেন্ট সিটি (১.৫ ফুট) এবং মন্টেরেতে (১.৪ ফুট) সুনামির ঢেউ আছড়ে পড়ছে। মূলত ক্যালিফর্নিয়ার উত্তর উপকূলেই এখনও পর্যন্ত সুনামি সীমাবদ্ধ রয়েছে। তবে সান ফ্রানসিস্কো বে এলাকা, ওরেগন উপকূল এবং ওয়াশিংটন উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। উপকূল থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে হাওয়াইয়ের ওয়াহু দ্বীপে উপকূলবর্তী একটি পার্কিং এলাকায় সুনামি আছড়ে পড়েছে। হনলুলুতে সুনামির কারণে সাধারণ মানুষকে সতর্ক করতে সাইরেন বাজছে। বুধবার (ভারতীয় সময়) ৮.৮ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার কামচাটকা উপদ্বীপ। ভূমিকম্পের পরই বিভিন্ন দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই রাশিয়ার কুরিল দীপপুঞ্জ এবং জাপানের উত্তর হোক্কাইডোর বেশ কিছু এলাকায় আছড়ে পড়েছে সুনামি।
