আমুদরিয়া নিউজ: সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় রাত সাড়ে ১০টার পর ওই বৈঠক শুরু হয় বলে খবর। এর পরে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। বৈঠকের শেষে ট্রাম্প সরাসরি ফোন করেন পুতিনকে। জেলেনস্কির সঙ্গে বৈঠকের সারমর্ম পুতিনকে জানিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার আর্জি জানিয়েছেন। পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প বলেন, “আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছি এবং প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠকের প্রাথমিক আয়োজন শুরু হয়েছে। কোথায় বৈঠক হবে, তা পরে ঠিক করা হবে।” অন্যদিকে জেলেনস্কি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের খুব ভাল এবং গঠনমূলক আলোচনা হয়েছে। আমরা খুবই সংবেদনশীল বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি।”
