আমুদরিয়া নিউজ: দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ ও শুল্কের হুঁশিয়ারির মধ্যেই অবশেষে আগামী ৩০ অক্টোবর মুখোমুখি বসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানিয়েছেন, শুক্রবারই মালয়েশিয়ার উদ্দেশে পাড়ি দেওয়ার কথা ট্রাম্পের। এরপরই তিনি যাবে দক্ষিণ কোরিয়ায়। আর সেখানেই ৩০ অক্টোবর চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। দক্ষিণ কোরিয়ার গিয়াংজুতে আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত তিন দিনের ‘এশিয়া প্যাসিফিক কো-অপারেশন সামিট’ অনুষ্ঠিত হবে। সেখানেই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ হবে। চিনের পণ্যের উপরে ১৫৫ শতাংশ শুল্ক চাপানোর হঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতিরিক্ত শুল্ক প্রকোপ এড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য ছিল, আগামী ১ নভেম্বরের মধ্যে বৈঠকে বসতে হবে। পাল্টা চিনেরও ‘বার্তা’ ছিল, ‘ভুল শুধরে’ আলোচনায় বসার। সেই সঙ্গে হুঁশিয়ারিও ছিল, ‘‘তা না হলে চিন যা করার করবে।’’ অবশেষে দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হতে চলেছে।