আমুদরিয়া নিউজ : ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অবসান নিয়ে বহুদিন ধরেই জোর দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার তিনি জানান, আগামী ১৮ মার্চ অর্থাৎ মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যুদ্ধ বিরতি নিয়ে কথা বলবেন। শুধু যুদ্ধের অবসান নিয়ে জোর দেওয়াই নয়, আলোচনার অংশ হিসেবে ভূমি ও বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়গুলিও তুলে ধরবেন তিনি, এমনই জানান।
