আমুদরিয়া নিউজ: পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বুধবার রুদ্ধদ্বার বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সেই বৈঠকে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার নেই। বৈঠক শেষে দু’জনে মধ্যাহ্নভোজ করবেন বলেও খবর। রবিবার পাঁচদিনের মার্কিন সফরে গিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। এই ক’দিন তিনি মার্কিন প্রতিরক্ষা বাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন। সদ্য পাকিস্তান সরকার তাঁকে বিরল সেনা সম্মান ফিল্ড মার্শাল ঘোষণা করেছে। ফিল্ড মার্শাল হওয়ার আমেরিকাই তাঁর প্রথম বিদেশ সফর এবং মার্কিন প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। পাক সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, মুনিরের এই সফর একান্তই কূটনৈতিক সফর। ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাত যখন চরম আকার নিয়েছে এই পরিস্থিতিতে মুনির ও ট্রাম্পের বৈঠক নিয়ে কৌতূহলী সব মহল।
