আমুদরিয়া নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে থাকেন তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সাতটি যুদ্ধ থামিয়েছেন। তাই তাঁর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। এই অবস্থায় শুক্রবার নোবেল শান্তি পুরস্কারপ্রাপকের নাম ঘোষণা হবে। তার আগেই একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করা হল হোয়াইট হাউসের তরফে। তাতে ট্রাম্পের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তাঁকে ‘দ্য পিস প্রেসিডেন্ট’, অর্থাৎ শান্তির প্রেসিডেন্ট বলে সম্বোধন করা হয়েছে। তবে হোয়াইট হাউস নামকরণ করলেও ট্রাম্পের অবশ্য আশঙ্কা, ‘কোনও না কোনও কারণ’ খুঁজে বের করে নোবেল কমিটি হয়তো তাঁকে পুরস্কার দেবে না। তার কথায়, ”আমার কোনও ধারণা নেই… মার্কো বলতে বলতে পারবে কীভাবে আমরা সাতটা যুদ্ধ থামিয়েছি। অষ্টমটাও থামানোর মুখে। আমার মনে হয়, রাশিয়ার পরিস্থিতিটাও আমরা শুধরে দিতে পারব। মনে হয় না ইতিহাসে আর কেউ এতগুলো যুদ্ধ থামিয়েছে বলে। যদিও ওরা ঠিকই একটা কারণ বের করবে আমাকে নোবেল না দেওয়ার।”
