আমুদরিয়া নিউজ : আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে সম্ভাব্য সামরিক হামলার পক্ষে অবস্থান নিতে পারে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান—ইরান যদি তাদের ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি নতুন করে এগিয়ে নেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে কোনো পদক্ষেপকে সমর্থন করবে। ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলাপের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরানের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বড় হুমকি। কঠোর অবস্থান না নিলে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে। ইরান অবশ্য আগেই জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি প্রতিরক্ষামূলক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। বিশ্লেষকদের মতে, এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বাড়াতে পারে।