আমুদরিয়া নিউজ: সম্প্রতি শুল্কনীতি নিয়ে দুই দেশের সম্পর্কের ওঠানামার পরিস্থিতির মধ্যে বুধবার ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আবার ইতিবাচক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে তিনি জানান, মোদির সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলতে চান তিনি। ট্রাম্প লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি দীর্ঘ বাণিজ্য জট ছাড়াতে দুই মহান দেশ ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে। আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলতে আগ্রহী। আমার বিশ্বাস দুই মহান দেশের এই আলোচনা শীঘ্রই সমস্ত বাধা পেরিয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছবে।’ ট্রাম্পের এই বার্তার পর সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, তিনিও ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য মুখিয়ে রয়েছেন। তাঁর কথায়, ‘‘দু’দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করব।’’
 
			 
					 
		 
		 
		 
		