আমুদরিয়া নিউজ: আমেরিকার প্রেসিডেন্ট সে দেশে বিদেশি প্রতিভাবানদের যাওয়া বন্ধ করতে অনেক নতুন আইন করেছেন। তাতে ভিসায় কড়াকড়ি হয়েছে। এবার তিনি বললেন, আমেরিকায় কিছু ইন্ডাস্ট্রিতে বিদেশি প্রতিভা আনা জরুরি। আমেরিকায় বেকার থাকলেও যে সব ক্ষেত্রে দক্ষ বেকার নেই সেখানেই বিদেশি প্রতিভা আনা দরকার। অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট কখন কী বলেন সেটা আঁচ করা মুশকিল।