আমুদরিয়া নিউজ : ভোটের উত্তাপ যেন ছড়িয়ে পড়ছে গোটা পশ্চিমবঙ্গে। নেপথ্যে অন্যান্য দল সহ তৃণমূল। এসআইআর নিয়ে নানা উদ্যেগ রাজ্য আগেই দেখেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ইলেকশন কমিশনকে চিঠি, নানা মতবিরোধ দেখা গিয়েছে ইতিমধ্যেই। তবে এবার জনসভা করে আরও জনমত একাট্টা করতে চাইছে তৃণমূল। পাশাপাশি এসআইআর নিয়ে সচেতনতা বাড়াতে চাইছে রাজ্য। তারই অঙ্গ হিসেবে ৯ ডিসেম্বর অর্থাৎ কোচবিহারের রাস মেলা ময়দানে একটি বড় সভা অনুষ্ঠিত হবে। উত্তরবঙ্গের মালদা, মুর্শিদাবাদ ও কোচবিহারে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে জনমত তৈরি ও প্রতিরোধ গড়ে তুলতে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই সপ্তাহে তিনি প্রথমে ৩ ও ৪ ডিসেম্বর মালদা ও মুর্শিদাবাদে জনসভা করেছেন। তৃণমূল সূত্রে জানা গেছে, এই অভিযান মূলত নির্বাচনের আগে সংখ্যালঘু, প্রান্তিক ও সীমান্তবর্তী এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক কমিয়ে তাঁদের ভোটাধিকার সুরক্ষিত করার প্রচেষ্টা। সভায় অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সরকারের এসআইআর নীতি নিয়ে সচেতনতা সৃষ্টি করা হবে। প্রশাসন ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা ও ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতি শুরু করেছে।