আমুদরিয়া নিউজ : আমেরিকার একটি আদালত ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ আনায় তাঁকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তা নিয়ে সংসদে হট্টগোলের জেরে কাজকর্ম হচ্ছে না। মঙ্গলবারও সংসদের শীতকালীন অধিবেশনেও হইহল্লা চলে। লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের বেশির ভাগ শরিক সাংসদ বিক্ষোভ দেখান।
কিন্তু, তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি তাতে সামিল হয়নি। তৃণমূল সংসদ চালু রেখে রাজ্যের অন্যান্য ইস্যু নিয়ে সরব হওয়ার পক্ষে। আদানি ইস্যুতেও তৃণমূল প্রতিবাদ করতে রাজি তবে সংসদ অচল করে নয়। সপা অবশ্য কোনও কারণ জানায়নি।