আমুদরিয়া নিউজ: ভাঙড়ে প্রকাশ্য রাস্তায় খুন হলেন শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা। মৃত তৃণমূল নেতার নাম রাজ্জাক খাঁ (৩৮)। তিনি ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল সভাপতি ছিলেন। বৃহস্পতিবার রাতে দলীয় বৈঠক থেকে বাড়ি ফেরার সময় খুন হন তিনি। পুলিশ সূত্রে খবর, প্রথমে পরপর তিনটি গুলি করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনার খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এলাকায় সক্রিয় নেতা হিসেবেই পরিচিত রজ্জাক। শুধু তাই নয় বিধায়ক সওকত মোল্লা ঘনিষ্ঠ বলেও পরিচিত তিনি। রাজনৈতিক কারণে হামলা কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
