আমুদরিয়া নিউজ : সিপিএমের যুব নেত্রীদের সম্পর্কে অশালীন মন্তব্য ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এক অধ্যাপককে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। শনিবার বিকেলে কলকাতার কলেজ স্ট্রিটের ঘটনাটি ঘিরে এখনও হইচই চলছে গোটা রাজ্যেই। কারণ, রাজদীপ মাইতি নামের ওই কলেজ শিক্ষক তৃণমূলের একটি সংগঠনের সঙ্গে যুক্ত হলেও সেই দল কোনও বিবৃতি দেয়নি। বরং, তৃণমূবলের একাংশ ওই কলেজ শি৭কের মন্তব্যকে আপত্তিকর বলে একান্তে অনেক সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছেন।
