আমুদরিয়া নিউজ : শীতের সকালে মারাত্মক কাণ্ড ঘটল মালদহে। বৃহস্পতিবার মালদহের ঝলঝলিয়ায় একটি মোড়ে দাঁড়িয়ে কথা বলছিলেন তৃণমূলের কাউন্সিলর ও মালদহের প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকার। সে সময়ে একটি বাইকে করে তিনজন আচমকা তাঁর সামনে দাঁড়িয়ে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।
দুলালবাবুর মাথায় গুলি লেগেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।