আমুদরিয়া নিউজ: পরপর দুদিন অভিনেতা সলমন খানের বাড়িতে ঢোকার চেষ্টা। ঘটনায় এক যুবক ও এক যুবতী কে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, প্রথম ঘটনা গত সোমবারের। সেদিন এক মহিলা ভক্ত কাকভোরে ভাইজানের বাড়িতে ঢুকে পড়েন। বছর বত্রিশের এই মহিলার নাম ইশা ছাবড়া। লিফটের সামনে দাঁড়াতেই নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘিরে ধরেন। পরে বান্দ্রা পুলিশের হাতে তুলবে দেওয়া হয় ওই মহিলাকে। পরদিন ২০ মে, মঙ্গলবার ফের এক ব্যক্তি সকাল সোয়া সাতটা নাগাদ গ্যালাক্সিতে ঢোকার চেষ্টা করেন। তড়িঘড়ি সলমনের নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলেন। জিতেন্দ্র কুমার সিং নামে ওই ব্যক্তি আদতে ছত্তিশগড়ের বাসিন্দা। মুম্বই পুলিশ দুজনকেই আটক করেছে বলে খবর। এই গোটা ঘটনায় ফের সলমনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই বার বার সলমনকে খুনের হুমকি দিয়েছে। তাঁর বাড়িতে গুলিও চালানো হয়েছে এর আগে। তার পর থেকেই আঁটসাঁট করা হয়েছে সলমনের নিরাপত্তা। ‘ওয়াই ক্যাটেগরি’র নিরাপত্তায় সর্বক্ষণ থাকতে হয় তাঁকে। সারাক্ষণ বুলেটপ্রুফ গাড়িতে ঘোরেন। ব্যক্তিগত নিরাপত্তা কর্মী ছাড়াও সর্বক্ষণ পাশে থাকেন মহারাষ্ট্র রাজ্য পুলিশের কনস্টেবল।