আমুদরিয়া নিউজ: ট্যাটু বর্তমানে একটি জনপ্রিয় শিল্প এবং ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে বিশ্বজুড়ে যথেষ্ট জনপ্রিয়। সাধারণত শরীরের বিভিন্ন অঙ্গে ট্যাটু করান ট্যাটুপ্রেমীরা! কিন্তু চিনের যুব সমাজের কাছে এগুলি পুরনো ফ্যাশন। তাঁরা ট্যাটু করাচ্ছেন দাঁতে। তাদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে এই ‘ট্রেন্ড’। দাঁতে সুচ ফুটিয়ে কিন্তু নকশা করা হচ্ছে না। বরং থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির সাহায্যে তৈরি ডেন্টাল ক্রাউন বা ‘টুথ ক্যাপ’ দাঁতের ওপর বসানো হচ্ছে। সেখানে আঁকা থাকছে বিভিন্ন নকশা। চীনের তরুণরা এসব ক্রাউনে রোমান্টিক চিহ্ন, প্রিয়জনের নাম, লাকি নাম্বার বা মোটিভেশনাল শব্দ খোদাই করাচ্ছেন। বিভিন্ন ডেন্টাল ক্লিনিকগুলো বিশেষ ছাড়ও দিচ্ছে। জানা গিয়েছে প্রায় ২,০০০ ইউয়ান অর্থাৎ প্রায় ২৮০ মার্কিন ডলার খরচ হচ্ছে দাঁতের ট্যাটু করাতে। যদিও এই প্রবণতা আখেরে দাঁতের ক্ষতি করছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দন্ত চিকিৎসকদের বক্তব্য, দাঁতে ক্যাপ পরলে কমবেশি ক্ষতি হবেই। এটি দাঁতের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই ট্যাটু শিল্প আগামী দিনে চিন থেকে বিশ্বে ছড়িয়ে পড়বে কি না, তা সময়ই বলবে।
