আমুদরিয়া নিউজ : উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের শূন্য পদে দ্রুত নিয়োগ সহ পরিকাঠামো উন্নয়ন খাতে দ্রুত বরাদ্দের আশ্বাস দিলেন পরিবহণ মন্ত্রী। মঙ্গলবার কলকাতায় পরিবহণ ভবনে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সাথে দেখা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
এদিন মন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এনবিএসটিসির চেয়ারম্যানের সঙ্গে। পার্থবাবু জানান, সেই আলোচনায় এনবিএসটিসির বিভিন্ন শূন্য পদে দ্রুত নিয়োগের বিষয়ে আশ্বাস দিয়েছেন পরিবহণ মন্ত্রী। সেই সঙ্গে পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ খুব শীঘ্রই দেওয়ার কথাও জানানো হয়েছে। এদিন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, নতুন ৫০ টি বাস পেতে চলেছে এনবিএসটিসি। প্রত্যেকটি বাসের মূল্য ১৭ লক্ষ টাকা। শূন্য পদে দ্রুত নিয়োগের বিষয়ে আশ্বাস দিয়েছেন মন্ত্রী। এনবিএসটিসি-কে মসৃণ ভাবে চালানোর জন্য করণীয় বিষয় নিয়েও আলোচনা হয়েছে।