আমুদরিয়া নিউজ: যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে প্রাণ হারালেন অন্তত তিনজন। আহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন। রবিবার জার্মানির দক্ষিণ-পশ্চিম রাজ্য বাদেন-ভ্যুর্টেমবার্গে দুর্ঘটনাটি ঘটে। রবিবার সে দেশের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ নাগাদ ব্যাডেন-উয়ের্টেমবুর্গের রিডলিংগেন শহরের কাছে আচমকা যাত্রিবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। বেলাইন হয় দু’টি কামরা। ওই ট্রেনে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল, উদ্ধারকারী দল ও জরুরি পরিষেবার কর্মীরা। তৎপরতার সঙ্গে ট্রেনের ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু হয় কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসের জেরেই এই অঘটন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ।
