আমুদরিয়া নিউজ: অভিনেত্রী মিমি চক্রবর্তীর পর বেটিং অ্যাপ মামলায় দিল্লিতে ইডি-র অফিসে হাজিরা দিলেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। মঙ্গলবার তাঁকে বেলা ১১টায় ইডি দপ্তরে হাজিরা দিতে বলে ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তলবে সাড়া দিয়ে এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ ইডি দপ্তরে পৌঁছন তিনি। পরনে সাদা শার্ট এবং জিনস। অভিনেতার হাতে বেশ কিছু নথিপত্র ছিল। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট বেটিং অ্যাপ সংস্থার সঙ্গে কী কী শর্তে, কত টাকার বিনিময়ে, অঙ্কুশের কত বছরের চুক্তি হয়েছিল এই সব তথ্যই অভিনেতার কাছ থেকে জানতে চাইতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অঙ্কুশকে জমা দিতে হতে পারে, ওই বেটিং অ্যাপ সংস্থার থেকে কবে, কত টাকা পেয়েছেন, ব্যাঙ্কের সেসব নথিও।