আমুদরিয়া নিউজ : আর জি কর মে়ডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের দায়ে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হয়েছে। শনিবার শিয়ালদহ আদালতে সে দোষী সাব্যস্ত হয়। আগামী সোমবার সাজা ঘোষণা হবে। সিবিআই ওই মামলায় দোষীর প্রাণদণ্ড চেয়েছে। ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালে একটি সেমিনার হল থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। তদন্ত শুরুর পরে ধরা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। তবে নিহত তরুণীর বাবা-মায়ের সন্দেহ ওই ঘটনায় আরও অনেকে যুক্ত। সে জন্য তাঁরা আরও বিশদ তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন।