আমুদরিয়া নিউজ ব্যুরো : যে ইরানে এখন মেযেদের উচ্চ শিক্ষা বন্ধ করে দিয়েছে তালিবানরা। যে ইরানে যুদ্ধ হয় ঘন ঘন। যে ইরানে মাঝেমধ্যেই মাথা চাড়া দেয় জঙ্গিরা। সেই ইরানের এক উদ্বাস্তু পরিবারের মেয়ে নিজের চেষ্টায়, জেদে ও সাহসিকতার জোরে পৌঁছে গিয়েছে মহাকাশে। মহাকাশযানে করে সেখানে গিয়ে কাটিয়েছেন টানা প্রায় সাড়ে ১০ ঘণ্টা।
তাঁর নাম ড, আনুসেহ আনসারি। আজ, ১৮ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। তিনি এ বছর ৫৮ বছরে পা দিলেন। বর্তমানে আনুসেহ স্বামীর সঙ্গে থাকেন আমেরিকায়। তিনি একজন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়র। তবে ইরান থেকে মহাকাশ, রাস্তাটা য়ে মসৃণ ছিল না তা বলাই বাহুল্য। তার মধ্যে ইরানে মুসলিম মহিলাদের উপরে যত বিধি নিষেধ আরোপ করা হয়, সেখানে লেখাপড়া করে বেশি দূর এগোনো তখন মুশকিল ছিল। আনুসেহ আমেরিকায় চলে যান। সেখানে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার হন। বিয়েও করেন এক আমেরিকানকে। তার পরে চাকরি করেন। এর পরে ব্যবসা।
আনুসেহ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি ছোটবেলা থেকেই আকাশের দিকে তাকালে তাঁর মনে হতো, তারারা যেন ডাকছে। হাতছানি দিত গ্রহ-নক্ষত্ররা। কিন্তু অতদূরে যাবেন কি করে! জেদ চাপল তাঁর। সেই বিজ্ঞান আর অঙ্ক নিয়ে ডুবে রইলেন বছরের পর বছর। আমেরিকায় গিয়ে ইঞ্জিনিয়র হলেন। বিয়ে করলেন, সংসার হল। সেই তারাদের ডাক কিন্তু ভুলতে পারেননি। এর পরেই শুরু হল প্রস্তুতি। নিজেদের তৈরি একটা কোম্পানির টাকা দিলেন বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থাকে। তার পরে মহাকাশে যাবেন বলে প্রস্তুতি নিলেন। রাশিয়া গিয়ে রোজ ১২ ঘন্টা করে ১ বছর টানা প্রশিক্ষণ নিয়েছেন। শেষ পর্যন্ত এসেছে তাঁর স্বপ্নের দিন। মহাকাশে গিয়ে তাঁর প্রথমে নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না।
কিছুদিন আগে তিনি ভারতেও এসেছিলেন। তিনি মেয়েদের উদ্দেশে বলেছেন, কেউ হাতে ধরে কিছু করে দেবে না। নিজের স্বপ্ন দেখো, লক্ষ্যপূরণে জেদি থাকো। মন দিয়ে পড়াশোনা করো, দেখবে সফল হবেই।
আজ, অনুসেহ আনসারির জন্মদিনে তাঁর আরও সাফল্য কামনা করে আমুদরিয়া নিউজ। মুসলিম নারীরাও যে একাগ্র চেষ্টা নিজেকে পৃথিবী ছাড়িয়ে মহাশূন্যে নিয়ে যেতে পারে তাঁর প্রথম দৃষ্টান্ত আনুসেহ আনসারিকে আমাদের সালাম।