আমুদরিয়া নিউজ ডেস্ক : আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। তিনি যে সমযে জন্মেছিলেন, সে সময়ে নানা কুসংস্কারে আচ্ছন্ন ছিল সমাজ। তিনি না থাকলে সমাজে নারীদের একটি বড় অংশ অন্ধকারেই থাকত। তাঁর জন্ম ১৮২০ সালের ২৬ শে সেপ্টেম্বর। মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। মাতা ভগবতী দেবী। তিনি ঈশ্বরচন্দ্র সংস্কৃতের মেধা পরীক্ষায় অসাধারণ ফল করার জন্য বিদ্যাসাগর শিরোপা পান। তিনি বিধবা বিবাহ প্রচলনে উদ্যোগী হন। লর্ড ডালহৌসি এর সাহায্যে খসড়া তৈরি করেন। লর্ড ক্যানিংয়ের সময়ে বিধবা বিবাহের প্রচলন করান ১৮৫৬ সালে। নিজের ছেলে নারায়ণচন্দ্রকেও তিনি বিয়ে দেন এক বিধবা মেয়ের সাথে।
মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যে নিজের বাগমিতা প্রদর্শনের জন্য যখন জন্মভূমি ছেড়ে বিদেশে পাড়ি দিয়ে নানা সমস্যা পড়েছেন। তাঁকে তখন সাহায্য দেন বিদ্যাসাগর। আজ তাঁর জন্মদিনে তাঁকে প্রণাম।