আমুদরিয়া নিউজ: সম্প্রতি দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে। এই নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বলেন, ‘‘দেশের অন্যান্য প্রান্তের থেকে বাংলায় মহিলাদের সুরক্ষা অনেক ভাল। কিন্তু মহিলাদেরও অত রাতে কলেজ থেকে বেরোনো উচিত নয়। পুলিশ তো সব জায়গায় থাকে না। প্রতি ইঞ্চিতে নিরাপত্তা দিতে পারে না। মহিলাদেরও সাবধান হওয়া প্রয়োজন।’’ প্রসঙ্গত, বন্ধুর সঙ্গে খাবার কিনতে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী। অভিযোগ, তখনই পরাণগঞ্জে জঙ্গলের জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে ছাত্রীকে গণধর্ষণ করা হয়। সেই ঘটনায় মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তরুণী। তাদের প্রত্যেককেই গ্রেফতার করেছে পুলিশ।
 
			 
					 
		 
		 
		 
		