আমুদরিয়া নিউজ: কসবা কলেজে গণধর্ষণকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সেই মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন তৃণমূল বিধায়ক। তৃণমূল শীর্ষ নেতৃত্বের শোকজ চিঠির জবাবে লিখিতভাবে দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজে ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডের পর মদন বলেছিলেন, ‘‘ওই ছাত্রী একা কেন কলেজে গিয়েছিলেন? কয়েকজন বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে গেলে, বা কাউকে জানিয়ে গেলে হয়তো এমনটা ঘটত না। অভিযুক্তরা পরিস্থিতির সুযোগ নিয়েছে।’’ দলীয় বিধায়কের ওই মন্তব্যের বিরোধিতা করে শনিবার রাতেই বিবৃতি দেয় তৃণমূল। বলা হয়েছিল, মদনের মন্তব্য ‘ব্যক্তিগত’। এই ধরনের মন্তব্য যে দল সমর্থন করে না। এর পরে গত রবিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী শো কজ়ের চিঠি পাঠান মদনকে। তিনদিনের মধ্যে তাঁর জবাব চাওয়া হয়। সোমবার রাতেই মদন মিত্র সুব্রত বক্সিকে সংক্ষিপ্ত চিঠি লিখে নিজের কুমন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। জানিয়েছেন, তাঁর কথায় দলের ভাবমূর্তির কোনওরকম ক্ষতি হলে তিনি অত্যন্ত দুঃখিত, নিঃশর্তে ক্ষমা চাইছেন। তবে কী কারণে তিনি ওই মন্তব্য করেছেন, তারও ব্যাখ্যা দিয়েছেন বলে খবর। সেইসঙ্গে কামারহাটির বিধায়ক এও জানিয়েছেন, এবার থেকে তিনি দলের অনুশাসন মেনে চলবেন। কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকবেন।
