আমুদরিয়া নিউজ: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ছয়দিনের ইডি হেফাজত মঞ্জুর করে ব্যাঙ্কশাল আদালত। তবে এদিন জামিনের জন্য আবেদন জানাননি জীবনকৃষ্ণ। তবে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। কিন্তু আদালত সেই দাবি খারিজ করে দেয়। সোমবার সকালেই গ্রেপ্তার করা হয় তৃণমূল বিধায়ককে। এরপর সন্ধ্যায় ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সেখানে ইডির আইনজীবী দাবি করেন, পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন জীবনকৃষ্ণ। ড্রেনে মোবাইল ফেলে দেওয়া হয়েছিল। অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তের আইনজীবী। দু পক্ষের সওয়াল জবাব শেষে আদালত এদিন ধৃত তৃণমূল নেতার ছ’দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। আগামী শনিবার ফের তাঁকে তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে।
