আমুদরিয়া নিউজ: নির্বাচনের এক বছর আগেই বুথ লেভেল অফিসারদের তথ্য চাইছে কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল। গত মাসে রাজ্যের সব রাজনৈতিক দলের কাছে বিএলএ-দের নাম জমা দিতে বলে কমিশন। যা নিয়ে আপত্তি তুলেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের দাবি, এখন এই তথ্য চাওয়াটা নির্বাচন কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে না। সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে সেই মামলা। এদিন তৃণমূলের আবেদন শুনে বিচারপতি বলেন, “শুধু কি আপনারাই অ্যাফেক্টেড (প্রভাবতি) হচ্ছেন? নাকি সমস্ত রাজনৈতিক দল? আপনারা একা কেন এসেছেন?” প্রশ্ন শুনে তৃণমূল কংগ্রেসের আইনজীবী বলেন, “অন্য দল হয়ত মেনে নিয়েছে, কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে চ্যালেঞ্জ করছি।” দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল তৃণমূলের তরফে। তবে সেই আবেদন ফিরিয়ে দিয়েছে আদালত। বিচারপতি জানিয়েছেন, নির্ধারিত সময়েই মামলার শুনানি হবে।
